প্রতিদিন বীর্যপাতে প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কমে যায় বলে দাবি করা হয়েছে নতুন এক গবেষণায়। সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকদের করা এক গবেষণার পর উঠে এসেছে এ তথ্য।
ওই গবেষণায় প্রস্টেট ক্যান্সার এবং বীর্যপাতের মধ্যে পারস্পারিক সম্পর্ক দেখা গেছে। গবেষকরা দেখতে পেয়েছেন ৪০ থেকে ৪৯ বছর বয়সী ব্যক্তি যাদের প্রতিমাসে ২১ বার বীর্যপাত হয় তারা মাসে চার থেকে সাত বার বীর্য্পাত হওয়া ব্যক্তিদের তুলনায় অনেক কম ঝুঁকিতে ভোগেন।
গবেষকরা ১৮ বছর যাবত ৩২ হাজার ব্যক্তির উপর নজরদারি রেখে এ সিদ্ধান্তে পৌছান। এদের মধ্যে তিন হাজার ৮’শ ৩৯ জনের প্রস্টেট ক্যান্সার ধরা পড়ে।
জরিপে অংশ গ্রহণকারীদের ২০-২৯ বছর বয়সের সময় কতবার, ৪০-৪৯ বছর বয়সের সময় কতবার এবং ১৯৯১ সালে কতবার বীর্যপাত হয়েছিল সে বিষয়ে জানতে চান।
গবেষণায় দেখা গেছে যেসব ব্যক্তির বেশি বীর্যপাত হয়েছে তারা অনেক কম আক্রান্ত হওয়ার সম্ভাবনায় ভুগেছেন।
হার্ভার্ড মেডিকেল স্কুলের ডাক্তার জেনিফার রাইডার বলেন, গবেষণা তথ্যটি খুবই উৎসাহ জনক তবে এটির ব্যাখ্যা খুব সতর্কতা অবলম্বন করে করা উচিত।
বীর্যপাত কেন প্রস্টেট ক্যান্সারের সম্ভাবনা কমায় এখন সে বিষয়ে জানার চেষ্টা করছেন গবেষকরা।