ফলের দাম কেজিতে ৫০-১০০ টাকা বাড়তি

ফলের দাম কেজিতে ৫০-১০০ টাকা বাড়তি
চলতি অর্থবছরে নিত্যপণ্যের পাশাপাশি আমদানি করা ফলের ওপর দ্বিতীয় দফায় সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, যার ফলে পাঁচটি ফলের দাম প্রতি কেজিতে ৫০ থেকে ৯০ টাকা বেড়েছে। এই বেড়েছে দাম সাধারণ মানুষের জন্য ফল কেনা কঠিন করে তুলেছে এবং অনেক ক্রেতা ফল কেনা কমিয়ে দিয়েছেন। কারওয়ান বাজার ও ভাটারা এলাকার বাজার ঘুরে দেখা গেছে, কালো আঙুর, আপেল, কমলা, নাশপাতি এবং আনারের দাম বেড়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৯ জানুয়ারি আমদানি করা ফলের শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করেছে। এর ফলে, কালো আঙুরের দাম ৪৫০ টাকা, আফ্রিকার আপেলের দাম ৩৮০ টাকা, কমলার দাম ২৫০ টাকা কেজিতে উঠেছে, যা আগের চেয়ে অনেক বেশি। ব্যবসায়ীরা জানান, বিক্রি কমে গেছে এবং কিছু দোকান বন্ধ হয়ে যাচ্ছে। ক্রেতারা এ অবস্থায় সরকারের কাছে সাহায্য চাচ্ছেন। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন (বিএফএফআইএ) শুল্ক বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং ৪ ফেব্রুয়ারি থেকে আমদানি করা ফল খালাস বন্ধ রাখার হুমকি দিয়েছে। সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, বর্ধিত শুল্কের ফলে দাম অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং ফলের দাম নিম্ন ও মধ্যবিত্তদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।