ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে

ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে

নেট করতে গিয়ে ওয়াইফাই করেন না, এমন মানুষ বিরল। কিন্তু দেখা যায় অনেক সময়েই ওয়াই ফাই স্পিড কমে গেছে। এই সমস্যা সকলেরই। তা থেকে বেরনোর উপায় জেনে নিন—

❏ ‌রাউটার ঠিক জায়গায় না বসানো। এরফলে পরিষেবা সংস্থার সঙ্গে রাউটারের যোগাযোগ ভাল না হওয়ায় স্পিড কমে যায়। তাই যতটা উপরে পারবেন রাউটার রাখুন।

❏ রাউটার আর আপনার গ্যাজেটের মধ্যে যেন কোনও বাধা না থাকে। বিশেষ করে মাঝে যেন অন্য কোনও বৈদ্যুতিন যন্ত্র না থাকে।

❏ রাউটার থেকে আপনার বৈদ্যুতিন যন্ত্রের দূরত্ব যেন খুব বেশি না হয়। বাড়ি বড় হলে ওয়াই ফাই এক্সটেন্ডার ব্যবহার করুন।

❏ আশপাশে যেন টিভি বা রেডিও না থাকে। কারণ, তাদের ওয়েভ আপনার ওয়াই ফাই স্পিড কমাতে পারে।

❏ ওয়াই ফাই অন থাকলে ব্লুটুথ অফ করুন। না হলে ওয়াই ফাই স্পিড কমে যাবে।

❏ সত্যি কথাটা হল এলইডি ল্যাম্পও ওয়াই ফাই স্পিড কমাতে পারে। বেশ কিছু এলইডি জ্বলা–নেভা করে। যার অর্থ তারা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, যা ওয়াই ফাই স্পিড কমায়।

❏ এমন জায়গায় রাউটার রাখুন যেখানে মানুষের আনাগোনা কম। ‌‌