বর্তমানে বাজারে পেঁয়াজের কেজি ৫০ টাকার কাছাকাছি, যেখানে আদার কেজি পেঁয়াজের দ্বিগুণ, সর্বনিম্ন ১০০ টাকা। তবে চট্টগ্রাম বন্দর থেকে খালাস না নেওয়া পেঁয়াজের সর্বোচ্চ দর উঠে ৭.৩৬ টাকা এবং আদার ২৩.৫৪ টাকা। গত সোমবার চট্টগ্রাম কাস্টমসের নিলামে এই দাম ওঠে।
কাস্টম নিলাম শাখা সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে এক লাখ ১৫ হাজার ৪৫০ কেজি পেঁয়াজের সংরক্ষিত মূল্য ছিল ৬১ লাখ ৩০ হাজার ৯৭৯ টাকা, যার প্রতি কেজি ছিল ৫৩.১০ টাকা। কিন্তু নিলামে তা ৭.৩৬ টাকায় বিক্রি হয়। আদার জন্যও প্রায় একই পরিস্থিতি, যেখানে ৫৭ হাজার ৫৬০ কেজি আদার সংরক্ষিত মূল্য ছিল ৬১ লাখ ৪৬ হাজার ৯৪৭ টাকা, কিন্তু নিলামে ২৩.৫৪ টাকায় কেনা হয়।
নিলামে অংশগ্রহণকারী রাকিব আহমেদ জানান, দীর্ঘ সময় বন্দরে পড়ে থাকা পণ্যগুলোর মান কমে যায়, যার কারণে নিলামে দাম কম ওঠে। এসব পণ্য দ্রুত নিলামে তোলা গেলে ভালো দাম পাওয়া যেত।