আইফোন ব্যাটারি বিস্ফোরণ; তাও আবার অ্যাপল স্টোরে

আইফোন ব্যাটারি বিস্ফোরণ; তাও আবার অ্যাপল স্টোরে

আইফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সুইজারল্যান্ডের জুরিখ অ্যাপল স্টোরে।  এসময় স্টোরে উপস্থিত ছিলো ৫০ জন ক্রেতা ও বিক্রেতা।

এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

পুলিশের বিবৃতিতে বলা হয়, “কর্মীরা ভালো সাড়া দিয়েছেন এবং সঠিক কাজটি করেছেন। তারা অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির ওপর বালু দিয়ে চাপা দিয়েছেন যাতে ধোঁয়া কমে যায় এবং ‘ভেন্টিলেশন’ চালু করলে তা বাইরে বের হয়ে যায়।”

আইফোনে সাধারণত লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়ে থাকে আর এটি তৈরি করতে প্রয়োজন হয় ইলেক্ট্রোলাইটস। তাই ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার ঘটনা নগণ্য হলেও অস্বাভাবিক নয়।

অ্যাপলের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।