১১ জানুয়ারি থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮’। নবমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করেছে এক্সপো মেকার। আজ সকাল ১১ টায় প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে এক্সপো মেকারের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
১১ তারিখ বিকেল ৩ টায় অনুষ্ঠানটি উদ্বোধন করবেন ডাক , টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোনের পাশাপাশি দেশীয় স্মার্টফোন নির্মাতারা অংশ নেবেন। এদের মধ্যে আছে স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি, অপো, সিম্ফনি, লাভা, নকিয়া, লেনোভো, আসুস জেনফোন, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্স এবং ডিসিএল। এছাড়াও মেলায় থাকছে ফোনের আনুসঙ্গিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানরাও।
১১ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। মেলা চলাকালীন সময়ে ফেসবুক পেজে চলবে বিশেষ কুইজ। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় সব পুরস্কার।