বিশেষ মূল্যছাড় আর উপহারে ছুটির দিনে শুক্রবার রাজধানীতে জমে উঠেছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’। তিন দিনব্যাপি এই মেলার দ্বিতীয়দিন গতকাল
শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখর হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মেলা প্রাঙ্গন। ছুটিরদিন থাকায় বড়দের পাশাপাশি ছোটদের অংশগ্রহণও ছিল দেখার মতো।
মেলায় স্যামসাং মোবাইলে রয়েছে নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোনে মূলছাড়।
মেলায় শাওমির প্রতিটি ফোনে দেওয়া হচ্ছে শীতের জ্যাকেট উপহার।
এছাড়া মেলায় অংশ নেওয়া প্রতিটি ব্র্যান্ড মোবাইলফোন কিনলেই নগদ ছাড় ও বিভিন্ন অফার দিচ্ছে।
স্মার্টফোন বা ট্যাবলেট যে ডিভাইসই হোক না কেন সেটি কোনও কারণে নষ্ট হয়ে গেলে কোথায় মেরামত করা যাবে তা নিয়ে চিন্তিত থাকেন। সে চিন্তা দূর করতে রিপেয়ার সেবা নিয়ে মেলায় হাজির হয়েছে কুইক ফিক্স।
দেশে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন। চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। রয়েছে অন্যান্য অনেক আয়োজন।