সম্ভাব্য বন্ধুদের খোঁজ দেবে ফেইসবুকের নতুন ফিচার!

সম্ভাব্য বন্ধুদের খোঁজ দেবে ফেইসবুকের নতুন ফিচার!

সম্ভাব্য বন্ধুদের খোঁজ দিতে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেইসবুক। নতুন ফিচারটি ফেইসবুকে থাকা বন্ধুর খুব পরিচিত বন্ধুদের পরিচয় করিয়ে দেবে। সূত্র বলছে, এমনকি ওই ফিচার সেই বন্ধুদের খোঁজ দিতে ট্যাপ বাটনের উপরে সম্ভাব্য বন্ধুদের একটি তালিকা দেখাবে ব্যবহারকারীদের।

যদিও অপশনটি এখনো সব বন্ধুদের জন্য উন্মুক্ত করা হয়নি। এর ফলে একই পেইজে লাইক, একই ইভেন্টে অংশ নেওয়া, একই এলাকায় বসবাস বা একই ধরনের কাজ করার উপর ভিত্তি করে সাজেস্ট করবে ফেইসবুক। মূলত ফেইসবুকে থাকা বন্ধুদের কাছের যেসব বন্ধু রয়েছে তাদের সঙ্গে সংযোগ করে দিতে এই ফিচার কাজ করবে। তবে ফেইসবুক ঠিক কবে নাগাদ এই ফিচার উন্মুক্ত করবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে পরীক্ষা–নিরীক্ষা চালাচ্ছে ফেইসবুক। শীঘ্রই এটি উন্মুক্ত করা হবে বলে রিপোর্টে বলা হয়েছে।