গুগল কিনে নিতে যাচ্ছে এইচটিসি

গুগল কিনে নিতে যাচ্ছে এইচটিসি

এবার গুগল কিনে নিচ্ছে তাইওয়ানের মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি। বর্তমানের প্রযুক্তি বাজারে ঠিক এমনটাই গুঞ্জন উঠে এসেছে। তবে এ বিষয়ে এইচটিসি ও গুগল কোনো কিচু জানানো হয়নি।

এইচটিসি দীর্ঘদিন যাবত তাদের ব্যবসায় মন্দা থাকার জন্য লোকসান হচ্ছে। ধারণা করা হচ্ছে এমন পরিস্থিতিতে থাকায় এইচটিসি প্রতিষ্ঠানকে গুগল কোম্পানি অধিগ্রহণ করতে পারে। ইতিপূর্বে গুগল মোটোরোলাকে ২০১২ সালে অধিগ্রহণ করেছিলো। আবার ২০১৪ সালে গুগল লেনেভোকে বিক্রিও

করে দিয়েছিল।

সূত্র থেকে জানা গেছে, গুগল ও এইচটিসির দুটি বিষয়ের উপর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার বাকী আছে। তারপরেই গুগল কোম্পানি চূরান্ত সিদ্ধান্ত নিবে এইচটিসিকে তারা অধিগ্রঞণ করছে কী না। দুইভাবে জায়ান্ট সার্চ ইঞ্জিন সংস্থাটি এই তাইওয়ান সংস্থাটির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে।