কি ভাবছেন সেহেরী খেয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়াবেন ?যদি আপনার কাছে মোবাইল কিংবা কম্পিউটার থাকে তাহলে বলব আপনি এখোনো বোকার স্বর্গে বাস করছেন । সেহেরী খেয়ে টিকিটের জন্য আর লাইন ধরতে হবে না । এখন মোবাইলেই সংগ্রহ করতে পারেন ট্রেনের টিকিট ।
বাংলাদেশ রেলওয়ে এর ৪০ শতাংশ টিকিট অনলাইনে পাওয়া যায় অনেকেই এই তথ্য জানে না , আর না জানার কারনেই অনেক ভোগান্তি সহ্য করে ভোর থেকে বিশাল বড় লাইনে দাড়ায় ।
লাইনে দাড়িয়ে মোবাইলে গেম খেলে না হয় ফেসবুকিং না হয় বিরক্তিকর সময়টা মোবাইলেই কাটায় , অথচ সেই মোবাইলেই কিন্তু ঘরে বসে টিকিট টা কেটে ফেলতে পারত । মোবাইল অ্যাপ ব্যবহার করে ট্রেনের টিকিট কাটার সুযোগ পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা। ‘ট্রেন টিকিট অ্যান্ড শিডিউল ইন বিডি’ নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস অ্যাপস।
অ্যাপ ব্যবহার করে কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হয়।ষ্টেশনে অনলাইনে টিকিটের লাইন খুব ছোট থাকে , আগ্রহী ব্যক্তিরা সহজেই টিকিট পেতে পারে ।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটিতে এসএমএসে ও ওয়েবসাইটে টিকিট কেনার পুরো প্রক্রিয়ার বর্ণনা রয়েছে এবং অ্যাপ থেকেই টিকিট কাটার সুবিধাও আছে। সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করলে সুবিধা পাওয়া যায়। কারন এ সময় অনলাইন সার্ভার ফাকা থাকে সহজেই টিকিট পাওয়া যায় ,অ্যাপটিতে রেলের সময়সূচি, টিকিটের মূল্য , অনলাইনে ও এসএমএসে টিকিট কাটার সুবিধা, টিকিটের মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। ঈদের সময় ট্রেনের সিডিওল ঠিক থাকে না তাই যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ষ্টেশনে অপেক্ষা করতে হয় ট্রেনের জন্য , এই ভোগান্তি দূর করবে এই অ্যাপ , অ্যাপ এ ট্রেন ট্রেকিং মেনুতে গিয়ে আপনার কাঙ্ক্ষিত ট্রেনে ক্লিক করলেই আপনাকে ট্রেনের বর্তমান অবস্থান জানিয়ে দিবে ক্ষুদে বার্তার মাধ্যমে ।
এ ছাড়াও ঈদের সময় ট্রেনে যাত্রার সময় কোনো সমস্যায় পড়লে প্রতিটি ট্রেনের ও ষ্টেশনের কর্তব্যরত পুলিশ অফিসারের ফোন নাম্বার দেওয়া রয়েছে এই অ্যাপের মধ্যে ,এক ক্লিকেই ফোন করে সাহায্য চাইতে পারেন । মোবাইলে কিভাবে ট্রেনের টিকিট সংগ্রহ করবেন তার বিস্তারিত বর্ণনা করা আছে এই অ্যাপ এ । অ্যাপটি ইতিমধ্যে পাঁচ লক্ষের কাছাকাছি ডাওনলোড হয়েছে , আমরা আশা করছি অনলাইনের জন্য নির্ধারিত সকল টিকিট পেতে সকলকে সাহায্য করবে এই অ্যাপ । আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য ।
এন্ড্রয়েড মোবাইলের জন্য অ্যাপটি ডাওনলোড করতে পারেন। ডাওনলোড লিংকঃ https://goo.gl/4kuLBr
সবার যাত্রা শুভ ও নিরাপদ হোক ।