গত বছরেই ওয়ার্কপ্লেস নামের একটি সেবা চালু করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
এই সেবাটি মূলত দলগতভাবে কাজ করার জন্য চালু করা হয়েছিল। তবে জনপ্রিয়তা পায়নি তাদের এই সেবাটি। তাই ওয়ার্কপ্লেস এর একটি সংস্করণ বিনামূল্যে ছেড়েছে ফেসবুক।
ব্যবসায়ীদের জন্য ফেসবুকের মেসেজিং সেবা হিসেবে পরিচিত ওয়ার্কপ্লেস। এর মাধ্যমে নির্দিষ্ট গ্রুপের মধ্যে চ্যাট এবং ফাইল বিনিময় করা যায়।
এ বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়,এখন থেকে এই সেবার মাধ্যমে ব্যবহারকারিরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান, গ্রুপ ভয়েস ও ভিডিও কল, ভিডিও স্ট্রিমিং ও চ্যাটিং সুবিধা পাবে।
এই সংস্করণটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ভার্সনে কাজ করবে।
তবে কবে থেকে এটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত করা হবে তা জানানো হয়নি।