এক টেরাবাইটের মেমরি কার্ড

এক টেরাবাইটের মেমরি কার্ড

দিন ‌যত ‌যাচ্ছে ততই দ্রুত পরিবর্তন হচ্ছে প্রযুক্তি পণ্য। আগে যেখানে মাত্র ৩২ মেগাবাইটের মেমরি কার্ড দেখলে খুশিতে মন ভরে যেত এখন সেখানে ৩০ গিগাবাইটেও মন ভরছে ‌না। আর ডেটা ‌যত বাড়ছে ততই চাহিদা বাড়ছে বড় স্টোরেজের মেমরি ডিভাইসের।

সে কথা মাথায় রেখেই বিশ্বে প্রথম ১ টেরাবাইট (টিবি) এসডি কার্ড নিয়ে এল SanDisk। আর সেটির নাম দেওয়া হয়েছে 1TB SanDisk Extreme Pro SDXC UHS-I

বর্তমানেও বাজারে সর্বোচ্চ ‌মেমরির ‌যে এসডি কার্ড মেলে তাও SanDisk-এরই তৈরি। ৫১২ গিগাবাইট (জিবি) মেমরির সেই কার্ড ২০১৪ সালে বাজারে ছেড়েছিল তারা। SanDisk-এর ১টিবি কার্ড ‌যদিও এখনো তৈরি হয়নি। ব্যাপারটি এখন গবেষণার শেষ প‌র্যায়ে রয়েছে। প্র‌যুক্তির ভাষায় ‌যাকে বলে প্রোটোটাইপ।

কিন্ত গতবার প্রোটোটাইপ করার ২ মাসের মধ্যে কার্ড বাজারে এনেছিল SanDisk। এবারও অপেক্ষায় রয়েছেন অনেকে। বিশেষ করে ‌যারা নিয়মিত 4K বা ৩৬০ ডিগ্রি ভিডিও তোলেন, তাদের বেশ কাজে লাগবে এই কার্ড। নতুন মেমরি কার্ডের দাম এখনো নির্ধারণ করেনি Sandisk।