ফেসবুক মেসেঞ্জারে শতকোটি ব্যবহারকারী

ফেসবুক মেসেঞ্জারে শতকোটি ব্যবহারকারী

মাসে ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারী অর্জনের মাইলফলক অতিক্রম করেছে ফেসবুক মেসেঞ্জার। সম্প্রতি এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২০১১ সালের ৯ আগস্ট মেসেজ আদান-প্রদানের স্বতন্ত্র প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জার চালু করে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অ্যাপ্লিকেশনটি শুরুতে ইতিবাচক সাড়া পায়নি। তবে নিত্যনতুন ফিচার যোগ করায় জনপ্রিয়তা অর্জন করে অ্যাপটি।

চলতি বছরের এপ্রিলে ৯০ কোটি এবং ২০১৫ সাল শেষে ৮০ কোটি সক্রিয় গ্রাহকের মাইলফলক অতিক্রম করে ফেসবুক মেসেঞ্জার। এই সংখ্যা গত তিন মাসে ১০০ কোটি ছাড়িয়েছে।

২০১৫ সালে ফেসবুক মেসেঞ্জারের মোবাইল সংস্করণ চালু হলে অ্যাপটির গ্রাহক প্রবৃদ্ধির গতি বেড়ে যায়। এই ধারা এখনো অব্যাহত আছে।