এখন থেকে ইউটিউবের মতো ইন্টারনেট সংযোগ ছাড়া অনলাইনে থাকা অবস্থায় সেভ করে রাখা ফেসবুকের ভিডিওগুলো দেখতে পারবেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটির ব্যবহারকারীরা। আর এই সুবিধা কেবল ফেসবুকের স্মার্টফোন অ্যাপটিতে পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড পুলিশের প্রতিবেদন মতে, ফেসবুক অ্যাপে নতুন একটি সুবিধা চালু হয়েছে, যার মাধ্যমে এখন থেকে ফেসবুকের ভিডিওগুলো সেভ করে রাখা যাবে। তবে ইউটিউবের কোনো ভিডিও ফেসবুক অ্যাপের মাধ্যমে সেভ করা যাবে না। শুধু ফেসবুকে আপলোড করা ভিডিওগুলোই সেভ করা যাবে।
সূত্রের খবরে প্রকাশ, ফেসবুক অ্যাপের ৮৫ ও ৮৬ (বেটা) সংস্করণে ভিডিও সেভ করে রাখার এই সুবিধা মিলবে।