গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতি বছরের শেষের দিকে গুগল প্রকাশ করে থাকে সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে কী কী সার্চ করেছে, সেগুলোর শীর্ষ ১০ তালিকা।

ব্যতিক্রম হয়নি এ বছরও। সম্প্রতি গুগল প্রকাশ করেছে ২০১৫ সালে ইন্টারনেট ব্যবহারকারীরা গুগলে সবচেয়ে বেশি খুঁজেছে, এমন শীর্ষ ১০ সার্চ তালিকা। এছাড়া ক্যাটাগরি ভিত্তিক তালিকাও প্রকাশ করেছে গুগল। যেমন ২০১৫ সালে সবচেয়ে বেশি সার্চ করা শীর্ষ ১০- ব্যক্তিত্ব, মিউজিক শিল্পী, মৃত্যবরণ, সিনেমা, টিভি অনুষ্ঠান, খবর, খেলার ইভেন্ট এবং প্রযুক্তি পণ্য।

জেনে নিন ২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুগলে সবচেয়ে বেশি যে ১০ ব্যক্তিত্বকে খোঁজা হয়েছে, তারা হচ্ছেন:

১. লামার অডোম (আমেরিকান প্রাক্তন বাক্সেট বল খেলোয়ার ও কর্মকর্তা, ড্রাগ কেলেঙ্কারির খবরে আলোচিত)।

২. রন্ডা রাউজি (আমেরিকান নারী বক্সার, খেলার খবরে আলোচিত)।

৩. কেইটলিন জেনার (আমেরিকান প্রাক্তন অলিম্পিক অ্যাথলেট ও রিয়েলিটি টিভি তারকা ৬৫ বছর বয়সী ব্রুস জেনার এ বছরে নিজের জেন্ডার ও নাম পরিবর্তন পুরুষ থেকে নারীতে রুপান্তরিত হয়ে নিজেকে প্রকাশ করার ঘটনায় আলোচিত)।

৪. অ্যাডেল (বিট্রিশ গায়িকা, গানের জন্য আলোচিত)।

৫. চার্লি শিন (হলিউড অভিনেতা, এইডসে আক্রান্ত হওয়ার খবরে আলোচিত)।

৬. রুবি রোজ (অস্ট্রেলিয়ান মডেল, আবেদনময়ী, প্রেম ও ক্যারিয়ারের খবরে আলোচিত)।

৭. ডোনাল্ড ট্রাম্প (আমেরিকান ব্যবসায়ী ও টিভি ব্যক্তিত্ব, ২০১৬ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীতার খবরে আলোচিত)।

৮. সিয়া (অস্ট্রেলিয়ান গায়িকা, গানের জন্য আলোচিত)।

৯. ডাকোটা জনসন (হলিউড অভিনেত্রী, সেক্স নির্ভর সিনেমা ফিফটি শেডস অব গ্রে-তে অভিনয়ের জন্য আলোচিত)।

১০. জেরেমি ক্লার্কসন (বিবিসির জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক, বিবিসি থেকে বরখাস্ত এবং আবারো বিবিসিতে ফেরার খবরে আলোচিত)।

 

২০১৫ সালে যারা মারা গেছেন, তাদের মধ্যে মৃত্যুর জানতে সবচেয়ে বেশি যে ১০ জনকে গুগলে খোঁজা হয়েছে তারা হচ্ছেন:

১. ববি ক্রিস্টিনা (আমেরিকান টিভি অভিনেত্রী, ২৬ জুলাই ২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন) : জনপ্রিয় সংগীতশিল্পী ববি ব্রাউন ও হুইটনি হিউস্টনের মেয়ে ববি ক্রিস্টিনা ড্রাগ ও অ্যালকোহলে মাত্রাতিরিক্ত আসক্তির ফলে ৩১ জানুয়ারি তাকে নিজের বাথটাব থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেন ড্যামেজ হয়ে কোমায় থাকা ববি ক্রিস্টিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

২. ক্রিস্টিয়ানো রাইয়ো (ব্রাজিলিয়ান গায়ক, ২৪ জুন ২৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন): তার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাকডিসেন্ট করায় গাড়িতে থাকা ক্রিস্টিয়ানো রাইয়ো ও তার গার্লফ্রেন্ড মৃত্যুবরণ করেন। আহত হন ক্রিস্টিয়ানোর ড্রাইভার ও ম্যানেজার।

৩. ক্রিস্টোফার লি (ব্রিটিশ অভিনেতা, ৭ জুন ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন): হৃদরোগে আকান্ত হয়ে হাসাপাতালে চিকিসাধীন অবস্থায়।

৪. সানড্রা ব্ল্যান্ড (যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে আত্মহত্যাকারী, ১৩ জুলাই ২৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন): ট্রাফিক আইন অমান্য করায় ১০ জুলাই তাকে কারাগারে প্রেরণ করা হয়, ১৩ জুলাই কারাগার থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

৫. স্টুয়াস্ট স্কট (যুক্তরাষ্ট্রের স্পোর্টসকাস্টার এবং ইএসপিএন চ্যানেলের উপস্থাপক, ৪ জানুয়ারি ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন): ক্যান্সারে আকান্ত হয়েছিলেন।

৬. লিওনার্দ নিময় (হলিউড অভিনেতা, ২৭ ফেব্রুয়ারি ৮৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন): অতিরিক্ত ধূমপানের কারণে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ রোগে আক্রান্ত হয়েছিলেন।

৭. স্ক্যানা ফ্রিকস্ (রাশিয়ান অভিনেত্রী, ১৫ জুন ৪০ বছর বয়সে মৃত্যুবরণ করেন): ক্যান্সারে আকান্ত হয়েছিলেন।

৮. নওমি কাওয়াসিমা (জাপানি অভিনেত্রী, ২৪ সেপ্টেম্বর ৫৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন): ক্যান্সারে আকান্ত হয়েছিলেন।

৯. স্কট ওয়াইল্যান্ড (আমেরিকান গায়ক, ৩ ডিসেম্বর ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন): নিজস্ব বাস ট্যুরে তার আকস্মিক মৃত্যু হয়। এর একদিন পরই স্কট ওয়াইল্যান্ড ও তার ব্যান্ডের স্টেজ পারফর্ম ছিল। পুলিশ তার রুম থেকে কোকেনসহ বিভিন্ন ড্রাগ পেয়েছে।

১০. বিবি কিং (আমেরিকান গিটারবাটক ও গায়ক, ১৪ মে ৮৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন): নিজের বাড়িতে ঘুমের মধ্যেই মারা যান।

 

২০১৫ সালে গুগল সার্চের শীর্ষ ১০ গায়ক/গায়িকা হচ্ছেন:

১. অ্যাডেল (মার্কিন গায়িকা)।

২. সিয়া (অস্ট্রেলিয়ান গায়িকা)।

৩. ঈগলস্ অব ডেড মেটাল (মার্কিন রক ব্যান্ড)।

৪. স্যাম স্মিথ (ব্রিটিশ গায়ক)।

৫. মেগান ট্রেইনর (মার্কিন গায়িকা)।

৬. ফেটি ওয়াপ (মার্কিন হিপ হপ গায়ক)।

৭. এন.ডব্লিউএ. (মার্কিন হিপ হপ ব্যান্ড)।

৮. ইজি-ই (মার্কিন র‌্যাপার)।

৯. হোজিয়ার (আইরিশ গায়ক)।

১০. ক্রিস স্টাপ্লেটন (মার্কিন গায়ক)।

 

২০১৫ সালে বিশ্বের বিভিন্ন দেশে থেকে গুগলে সবচেয়ে বেশি যে ১০টি খবর খোঁজা হয়েছে, তা হচ্ছে:

১. শার্লি এবদো

২. প্যারিস

৩. হারিকেন প্যাট্রিসিয়া

৪. আইএসআইএস

৫. নেপাল

৬. এল চ্যাপো

৭. গ্রিস

৮. বাল্টিমোর রায়টস

৯. সান বার্নারদিনো

১০. হারিকেন জোয়াকুইন

 

২০১৫ সালে বিভিন্ন দেশ থেকে গুগলে যে ১০টি সিনেমা বেশি খোঁজা হয়েছে, সেগুলো হচ্ছে:

১. জুরাসিক ওয়ার্ল্ড।

২. ফিউরিয়াস ৭।

৩. আমেরিকান স্নিপার।

৪. ফিফটি শেড অব গ্রে।

৫. মিনিয়ন্স।

৬. স্পেকটার।

৭. স্ট্রেইট আউটা কম্পটন।

৮. ম্যাড ম্যাক্স।

৯. প্রেম রতন ধন পায়ো।

১০. বার্ডম্যান।

 

২০১৫ সালে গুগল সার্চের শীর্ষ ১০ টিভি অনুষ্ঠান হচ্ছে:

১. বিগ ব্রাদার ব্রাজিল।

২. জেসিকা জোন্স।

৩. বিগ বস।

৪. ফেয়ার দ্য ওয়াকিং ডেড।

৫. বেটার কল সৌল।

৬. গেম অব থ্রোনস।

৭. ডেয়ারডেভিল।

৮. ওয়ান পাঞ্চ ম্যান।

৯. ভার্দাদেজ সিক্রেটাস।

১০. স্ক্রিম কুইনস্।