খুব শিগগিরই বিশ্ব বাজারে আসতে চলেছে দুনিয়ার প্রথম হাইড্রোজেন চালিত বাইসাইকেল। যাকে বলা হচ্ছে, আলফা বাইক। ফরাসি স্টার্টআপ প্রাগমা ইন্ডাস্ট্রিজের নিজস্ব কারখানায় ইতিমধ্যেই উত্পাদন শুরু হয়ে গিয়েছে।
প্রস্তুতকারী কম্পানির তরফে জানানো হয়েছে, পুরকর্মী ও কর্পোরেট জগতের লোকজনের কথা মাথায় রেখেই এই সাইকেলটি তৈরি করা হয়েছে। যার দাম পড়েছে ৯,১০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ৫৩ হাজার ৮৯০ টাকা।
ফরাসি এই সাইকেলে দুই লিটারের একটি হাইড্রোজেন ট্যাঙ্ক রয়েছে। প্রতি লিটারে যাবে ৫০ কিলোমিটার।
প্রস্তুতকারী কম্পানির তরফে জানানো হয়েছে, ২ লিটারের ট্যাঙ্ক রিফিল করতে মাত্র ২ মিনিটই সময় লাগবে।