ভেজানোর এক মিনিটের মধ্যেই সাঁতার কাটতে শুরু করে। ইউটিউবে আপলোড করা একটি ভিডিওতে দেখা যায়, একদল মানুষ বরফ জমা একটি মাছ পানিতে ছেড়ে দিলেন। এর পর মৃত মাছ যেমন ভেসে থাকে তেমনই ভেসে ছিলো মাছটি।
একটু পরেই পাখনা নাড়াচাড়া শুরু করে। ফুলকা দিয়ে শ্বাস নিতে শুরু করে। তারপর পাত্রের চারদিকে ঘুরতে থাকে মাছটি। দেখলে মনে হবে এটি কোনো ভৌতিক ছবির দৃশ্য। এই সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি আপলোড করা হয়। তবে কখন ও কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে, তা জানা যায়নি।
বরফ জমা প্রাণির বেঁচে ওঠার ঘটনা এটিই প্রথম নয়! এর অগে জাপানি বিজ্ঞানীর ৩০ বছর বরফের মধ্যে আটকে থাকা একটি ‘জল ভাল্লুক’ এর বেঁচে ওঠার খবর শুনিয়েছিলেন।