ব্র্যাক ব্যাংক লিমিটেড বাংলাদেশের স্বায়ত্বশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম। এটি মূলত; বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংকটি সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে 'বাংলাদেশ বিজনেস এওয়ার্ড-২০০৯' পদক অর্জন করেছে।
প্রতিষ্ঠা :
ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সহায়তা দেয়ার উদ্দেশ্য নিয়ে প্রাইভেট ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠা হয় ৪ জুলাই, ২০০১। ফজলে হাসান আবেদ এই ব্যাংকের প্রতিষ্ঠাতা
কার্যক্রম :
এই ব্যাংকটি বর্তমানে যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে রয়েছে:
এসএমই ব্যাংকিং
বাণিজ্যিক ব্যাংকিং
কার্ড পরিসেবা (ডেবিট ও ক্রেডিট )
কর্পোরেট পরিসেবা
কনয্যুমার লোন
এটিএম পরিসেবা
শাখা এবং অন্যান্য কর্মকান্ড :
ব্যাংকটির বর্তমানে (সেপ্টেম্বর, ২০১৭) শাখা = ১৮৬ টি
এস এম ই ইউনিট অফিস = ৪০০+ টি
রেমিটান্স ডেলিভারি পয়েন্ট = ১৮০০ টি
এটিএম বুথ = ৩৫০+ টি
সাফল্য ও স্বীকৃতি :
গত ১২ বছরে ব্র্যাক ব্যাংক দেশে বিদেশে ব্যাপক সন্মান, মর্যাদা ও সুপরিচিতি পেয়েছে।
সামাজিক দায়বদ্ধতা (CSR) :
ব্যাংক- এর দর্শন ৩ P (People, Planet, Profit). ব্র্যাক ব্যাংক জনগন ও পৃথিবী –এর সুরক্ষা করার পর লাভের চিন্তা করে। ব্র্যাক ব্যাংক বিভিন্ন সেবামুলক কাজে নিয়মিতভাবে সাহায্য করে থাকে।
সহায়ক প্রতিষ্ঠান :
ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড
বিকাশ (মোবাইল ব্যাংকিং সেবা) লিমিটেড
ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড
ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেড (বিইটিএস)