আপনি সাধারণ একটি ই-কমার্স সাইট বানাবেন, কোন প্রোফেশনাল আইটি কোম্পানি হতে। তাহলে তাদের যে যে জিনিস বিবেচনা করতে হবে।
কোম্পানিরঃ
• অফিস ভাড়া • বিদ্যুৎ বিল • ইন্টারনেট বিল
• ডেভলপারের দক্ষতা অনুযায়ী বেতন ( ধরুণ একজনকে দিয়েই করাবে যার বেতন সর্বনিম্ন ১৫-২০ হাজার)
• অন্যান্য খরচ
এখন আপনার মনে হতে পারে যে তাহলে যারা বাসায় বসে কাজ করে তাদের তো আলাদা কোন খরচ হয় না তাই তারা ৫ হাজারেও পারে।
তাহলে মনে রাখবেন একা মানুষ কখনোই একটা কোম্পানির সমান সাপোর্ট আপনাকে দিতে পারবে না। যারা কোম্পানি হিসাবে কাজ করে তারা আপনার যে কোন সমস্যা খুব দ্রুত সময়ের ভেতর সমাধান দিবে এবং তাদের সুনাম রক্ষার জন্য আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিবে যেটা কখনোই আপনি একজন মানুষের কাছে আশা করতে পারবেন না।
কোম্পানি করতে বৈধ লাইসেন্স থাকতে হয়, ট্যাক্স দিতে হয় এবং বিভিন্ন আইটি সংস্থার সদস্য( যেমনঃ বেসিস(BASIS), ই-ক্যাব(eCAB) ইত্যাদি ) হতে হয়। এবার সব মিলিয়ে ভাবুন একটা কোম্পানি যদি শুধু ৫ হাজার টাকার ওয়েবসাইট করে চলতে চাই তাহলে কি সেটা আসলেই চলতে পারবে বা তাদের গুণগত মান ধরে রাখা সম্ভব হবে???? উত্তর হল না, পারবে না।
আইটি সেবা নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুনঃ-
প্রতিনিয়ত লক্ষ করা যাচ্ছে যে নামে-বেনামে অনলাইনে বিভিন্ন পেইজ বা ব্যক্তি বিভিন্ন ধরনের আইটি সেবা প্রদান করে আসছে কিন্তু পরিশেষে তারা গ্রাহকদের বিভিন্নভাবে হয়রানি করছে তাই আইটি সেবা নিতে হলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন।
≡ আপনি যদি কোনো ব্যক্তির থেকে আইটি সেবা নেন তাহলে কেমন সুবিধা অথবা অবসুবিধা হবে আসুন জেনে নিইঃ-
◎ সুবিধাঃ-
● আইটি সেবা দানকৃত ব্যক্তির যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই সেহেতু আপনি তার থেকে কম খরচে সেবা নিতে পারবেন।
◎ অসুবিধাঃ-
● আইটি সেবা দানকারী ব্যক্তিটি যদি কখনো কোনো অসুবিধায় পরে অথবা অসুস্থ হয় তাহলে আপনার সেবা দিতে তিনি ব্যর্থ হবেন কারন তিনি ব্যক্তি কেন্দ্রীক সেবা দিচ্ছেন ।
● আইটি সেবা দানকারী ব্যক্তির হাতে আপনি জিম্মি ফলে বাৎসরিক যে চার্জ আপনাকে করা হবে আপনি সেটাই দিতে বাধ্য।
● আপনার থেকে বিভিন্ন অযুহাতে সমস্যা দেখিয়ে টাকা নিবে যেটা আপনি দিতে বাধ্য কারন আপনার সকল কিছু তার নিকট রয়েছে ।
● আপনি যদি মনে করেন তার সেবা পছন্দ হচ্ছে না তার থেকে সেবা না নিয়ে অন্য কোথাও ট্রান্সফার হবেন তাহলে সেটা প্রায় অসম্ভব হয়ে পরবে কারন তিনি কখনোই আপনাকে ছাড়বেন না।
● আইটি সেবা দানকারী ব্যক্তির যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই ফলে তিনি তার কমিটমেন্ট রক্ষা করতে ব্যর্থ হবেন অর্থাৎ কথা কাজে মিল খুজেঁ পাওয়া যাবে না ।
● আইটি সেবা দানকারী ব্যক্তির যেহেতু কোনো প্রতিষ্ঠান নেই সুতরাং তার অস্তিত্ব খুজেঁ পাওয়া মুশকিল আইনের আশ্রয় ছাড়া তাকে আপনি কখনোই ধরতে পারবেন না।
≡ আপনি যদি কোনো কোম্পানী থেকে আইটি সেবা নেন তাহলে কেমন সুবিধা অথবা অবসুবিধা হবে আসুন জানিঃ-
◎ সুবিধাঃ-
● আপনি যদি কোনো কোম্পানী থেকে সেবা নেন তাহলে তারা আপনার সাথে এ্যাগ্রিমেন্ট করে নিবে ফলে প্রতারনার সুযোগ নেই।
● কোম্পানী থেকে সেবা নিলে তারা আপনার থেকে কখনোই অযুহাত দেখিয়ে অর্থ নিবে না কারন সবকিছু এ্যাগ্রিমেন্টের মধ্যেই উল্লেখ থাকে।
● কোম্পানী থেকে সেবা নিলে তারা তাদের কমিটমেন্ট রক্ষা করে চলার চেষ্ঠা করে।
● কোম্পানী থেকে সেবা নিলে আপনার ওয়েব সাইট হবে সবচেয়ে সুরক্ষিত এবং নিরাপদ ফলে আপনার যেকোনো অসুবিধায় কেউ না কেউ সাপোর্ট দিবে কারন এটা একজন ব্যক্তি দ্বারা পরিচালিত নয় এটা একটি কোম্পানী।
● কোম্পানীর নিজস্ব অফিস থাকে ট্রেড লাইসেন্স থাকে ভ্যাট,ট্যাক্স সহ সকল প্রকার লিগ্যাল ডকুমেন্ট থাকে ফলে সহজেই তাদের খুজেঁ পাওয়া যায়।
● আপনার যদি উক্ত কোম্পানীর সেবা পছন্দ না হয় তাহলে চাইলেই আপনি অন্য কোম্পানীতে চলে যেতে পারবেন তারা বাধা দিবে না।
● কোম্পানীর নিজস্ব ব্যাংক একাউন্ট থাকে ফলে লেনদেনের ক্ষেত্রেও প্রতারনার সুযোগ থাকে না।
◎ অসুবিধাঃ-
● কোম্পানী থেকে সেবা নিলে একটু খরচ বেশি হয় তবে ঝুকিঁ মুক্ত।
ই-কমার্স সাইট ডেভলোপ এর জন্য প্রয়োজনে স্মার্ট সফটওয়্যার লিমিটেড - এ যোগাযোগ করুন।
ওয়েবসাইটঃ www.smartsoftware.com.bd