কৃত্রিম বুদ্ধিমত্তায় ওষুধ উদ্ভাবনে নতুন যুগের সূচনা

কৃত্রিম বুদ্ধিমত্তায় ওষুধ উদ্ভাবনে নতুন যুগের সূচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন ক্যানসার, হৃদরোগ এবং স্নায়বিক অবক্ষয়সহ বিভিন্ন গুরুতর রোগের চিকিৎসায় বিপ্লব ঘটানোর পথে। গুগলের সহযোগী প্রতিষ্ঠান আইসোমরফিক ল্যাবস এআই প্রযুক্তি ব্যবহার করে নতুন একটি ওষুধ আবিষ্কার করেছে, যা এ বছরের শেষ দিকে পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্যার ডেমিস হাসাবিস সম্প্রতি জানান, এআই-এর মাধ্যমে ওষুধ তৈরির প্রক্রিয়া দ্রুততর এবং সস্তা করা সম্ভব হবে, যা জনস্বাস্থ্যের জন্য বৈপ্লবিক পরিবর্তন আনবে। আইসোমরফিক ল্যাবস ২০২১ সালে গুগলের ডিপমাইন্ড শাখা থেকে আলাদা হয়ে প্রতিষ্ঠিত হলেও, এখনও এটি অ্যালফাবেটের অধীনে কাজ করছে। প্রতিষ্ঠানটি বর্তমানে এলি লিলি এবং নোভার্টিসের মতো বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির সঙ্গে একাধিক প্রকল্পে কাজ করছে। হাসাবিস আরও জানান, কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI) তৈরির দিকে প্রতিষ্ঠানটি কাজ করছে, যা মানব মস্তিষ্কের মতো বৌদ্ধিক সক্ষমতা প্রদর্শন করতে পারবে। তবে এটি বাস্তবায়ন হতে আরও পাঁচ থেকে দশ বছর সময় লাগবে। এআই প্রযুক্তি দ্রুত বিকশিত হওয়ার কারণে এর সম্ভাব্য ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে। হাসাবিস সতর্ক করেছেন যে, এআই যদি ভুল মানুষের হাতে চলে যায়, তবে এটি মানবসভ্যতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এজন্য প্রযুক্তির সঠিক নিয়ন্ত্রণ এবং নিরাপদ ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তবে স্বাস্থ্য খাতে এআই-এর এই ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনে মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা এক নতুন যুগের সূচনা করবে।