শুক্রবার সন্ধ্যায়, চরকালেখান ইউনিয়নের মধ্য কায়েতমারা গ্রাম থেকে মালয়েশিয়া প্রবাসী এক নারীর স্ত্রী ও মেয়েকে নিয়ে এলাকা ছেড়ে যান সৌদিআরব প্রবাসী নূরে আলম। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নূরে আলম নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের মৃত সালাম প্যাদার ছেলে। এই ঘটনায় শুক্রবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার, প্রবাসীর স্ত্রী মোবাইল ফোনে জানান যে, তিনি সৌদিআরব প্রবাসী নূরে আলমের সাথে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।