ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় মঙ্গলবার সকাল ৭টার দিকে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই কম্পন কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর সহ পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর ফলে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি বাংলাদেশের রাজধানী ঢাকা পর্যন্ত অনুভূত হয়েছে, যদিও সেখানে এটি দুর্বল কম্পনের মতো ছিল। সিসমোলজি কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল বঙ্গোপসাগরের দক্ষিণে এবং ওডিশার পারাদ্বীপ থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে। এর ফলে বাংলাদেশ এবং ভারতের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেমন হাওড়া, মেদিনীপুরে কম্পন অনুভূত হয়।
এছাড়া, একই দিন ভারতের হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় এবং সোমবার রাতে মণিপুরের উরখুল এলাকায় ৩.২ মাত্রার ভূমিকম্প ঘটেছিল। পৃথক ভূমিকম্পগুলি বিভিন্ন জায়গায় অনুভূত হলেও সেগুলোর ফলস্বরূপ বড় ধরনের ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।