বিয়ে বলে কথা। তা তো সবার থেকে আলাদা হতে হবে সেই পোশাকটি। বিয়ের পোশাকটি সবার থেকে আলাদা হতে হবে এমন চাওয়া প্রায় সবারই থাকে। বিশেষ করে সেটা নারীদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে।
তবে তা যদি হয় বিশ্বরেকর্ড তাহলে তা আলোচনা আর সমালোচনায় সবার উপরে উঠে আসে সেই বিয়ের পোশাকটি।
সেরকম ঘটনা ঘটে গেল ফ্রান্সে। সেখানে এক নির্মাণ সংস্থার উদ্যোগে এমনই একটা বিয়ের পোশাক তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পোশাকের জন্য যেটির নাম উঠেছে গিনেস বুকে।
নির্মাণকারী সংস্থা জানিয়েছে, ১৫ জন কারিগর পোশাকটির এক একটি অংশ তৈরি করেছেন। তারপর সেটি পর পর জোড়া লাগানো হয়েছে। যা করতে এই কারিগরদের দুইমাস সময় লেগেছে।
আলোচিত এই পোশাকটি ৮ হাজার ৯৫ মিটার লম্বা। গিনেস বুক অফ রেকর্ড থেকে বলা হয়েছে, মাউন্ট এভারেস্ট পর্বত চূড়াকে ঢেকে ফেলতে পারবে এই বিয়ের পোশাকটি।
লেইস তৈরির জন্য বিখ্যাত ফ্রান্সের কড্রিতে গত ৯ ডিসেম্বর থেকে পোশাকটি উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য।
এর আগে চীনের একজন কনে ৪ হাজার ৬শ ৮০ মিটার লম্বা একটি পোশাক করে গিনেজ বুক অফ রেকর্ডে নাম উঠিয়েছিলেন। নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শ্রীঘ্রই বার্ষিক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে পোশাকটির প্রত্যেকটি অংশ কেটে বিক্রি করা হরবে। এতে যে টাকা উঠবে তা সমাজসেবার কাজে লাগানো হবে।