বুর্জ খলিফাকে টেক্কা দিতে তৈরি ‘ক্রিক হারবার টাওয়ার’। এতোদিন বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের নাম ছিল বুর্জ খলিফা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এবার তৈরি হলো ক্রিক টাওয়ার। বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭১৭ ফুট।
২০১৬ সালের অক্টোবরে নির্মাণকাজ শুরু হয় ‘ক্রিক হারবার টাওয়ার’–এর। এর উচ্চতা হবে ৩ হাজার ৪৫ ফুট। নির্মাণ শেষ হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন।
বুর্জ খলিফাএমার প্রপার্টিজের চেয়ারম্যান মোহাম্মেদ আলাবার বলেন, দুবাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি আরব বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষকে পরিষেবা দিচ্ছে৷ এ ছাড়া আফ্রিকা ও ভারতের প্রায় ৩০ কোটি অনাবাসী রয়েছেন সেদেশে৷ তাই বলা যেতে পারে, প্রায় ৫০ কোটি মানুষের চাহিদা আছে এখানে। তাই তাঁরা আশাবাদী এই আবাসন প্রকল্পকে ঘিরে৷ সমীক্ষা বলছে, বর্তমানে সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু দুবাই। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প হলো ক্রিক হারবার।
২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এক্সপো ট্রেড ফেয়ারে উদ্বোধন করা হবে আকাশচুম্বী অট্টালিকা ‘ক্রিক হারবার টাওয়ার’।