বন্ধ হচ্ছে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড

বন্ধ হচ্ছে বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড

বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড করার সুবিধা পুরোপুরি বাতিল করতে যাচ্ছে মাইক্রোসফট। চলতি বছরের ৩১ ডিসেম্বর বন্ধ হচ্ছে এই সুবিধা।

আগের বছর জুলাই থেকেই বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেড বন্ধ করে মাইক্রোসফট। কিন্তু যেসব গ্রাহক ‘অ্যাকসেসিবিলিটি ফিচার’ ব্যবহার করে থাকেন তাদের জন্য প্রোমো অফারে বাড়তি সময় দিয়েছিল প্রতিষ্ঠানটি। এবারে সে সুবিধা পুরোপুরি বন্ধ করতে যাচ্ছে তারা, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

সাধারণভাবে কম্পিউটার ব্যবহার করতে যেসব গ্রাহকের অসুবিধা হয় তাদের সহায়তার জন্য উইন্ডোজে ‘অ্যাকসেসিবিলিটি ফিচার’ আনে মাইক্রোসফট।

জুলাইতে মাইক্রোসফট-এর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, “আমরা নির্দিষ্ট কিছু সহকারী প্রযুক্তির জন্য বিনামূল্যে আপগ্রেড অফার সীমিত করছি না। আপনি যদি উইন্ডোজে সহকারী প্রযুক্তি ব্যবহার করে থাকেন, আপনি বিনামূল্যে আপগ্রেড অফারের জন্য উপযুক্ত।”

আগের সপ্তাহেই নীরবে এই পাতায় পরিবর্তন এনে আসল বিবৃতি আপডেট করেছে মাইক্রোসফট। এতে বলা হয়, “এই সুযোগ বন্ধ করতে আমরা আনুষ্ঠানিক ঘোষণা দেব। অ্যাকসেসিবিলিটি আপগ্রেড বন্ধ হচ্ছে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর।”

নিউজটি শেয়ার করুন ...