টিভিতে বিজ্ঞাপনের ঠেলায় ইউটিউবের দ্বারস্থ হয়েছিলেন অনেকেই। এতে বিজ্ঞাপন-মুক্ত বাধাহীন বিনোদনের পছন্দের জায়গা হয়ে উঠে গুগলের এই স্ট্রিমিং সার্ভিস। কিন্তু জনপ্রিয়তা বাড়তেই ইউটিউবেও বিজ্ঞাপন বাড়িয়ে দেয় গুগল! ফলে আগের শান্তি এখন আর নেই ইউটিউব দেখে।
ইউটিউবে ঢুঁ মারলেই চলতে শুরু করে এইসব বিজ্ঞাপন। দর্শকদের এই বিরক্তির কথা জেনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সার্চ জায়ান্ট। এক ঘোষণায় জানিয়েছে, ২০১৮ সাল থেকে আর ভিডিও শুরুর আগে বাধ্যতামূলকভাবে কখনো দেখতে হবে না ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সাল থেকে আমরা ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন চালানো বন্ধ করছি। এর বদলে এমন ব্যবস্থা তৈরি করছি, যাতে দর্শক ও বিজ্ঞাপনদাতা দু’পক্ষই লাভবান হবেন।
বিশেষজ্ঞদের মতে, ভিডিওর শুরুতে স্কিপ করা যায় না এমন ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপন চলতে শুরু করলেই সেই ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছেন দর্শক। ফলে মোটা টাকা খরচ করে বিজ্ঞাপনদাতাদের লাভের লাভ কিছুই হচ্ছে না। এই পরিস্থিতি মোকাবেলা করতে ওই সিদ্ধান্ত নিয়েছে গুগল।