জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণ প্রায় এক দশকের পুরাতন কম্পিউটারে এখনও চলে। তবে ব্রাউজারটি পুরাতন অপারেটিং সিস্টেমে সহায়তা সেবা গুটিয়ে নিতে প্রস্তুত। এরই ধারাবাহিকতায় আগামী বছরের সেপ্টেম্বর থেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ এক্সপি ও ভিসতা থেকে ফায়ারফক্সের সকল সেবা বন্ধ করা হবে।
বর্তমানে অধিকাংশ ওয়েব ব্রাউজারে এই দুটি অপারেটিং সিস্টেমে তাদের সেবা বন্ধ রয়েছে, তবে ফায়ারফক্সের সেবা চলমান।
এ বছরের মার্চে বর্ধিত সেবা দেবে ফায়ারফক্স। এরপর ফিচার আপডেটগুলো সীমাবদ্ধ করে দেওয়া হবে। সর্বশেষ আপডেটটি দেওয়া হবে বছরের মাঝামাঝি। আর সেপ্টেম্বর থেকে উইন্ডোজের এই দুটি অপারেটিং সিস্টেমে সকল প্রকার সিকিউরিটি আপডেট দেওয়া বন্ধ হয়ে যাবে।
তবে তার মানে এই নয় যে, এক্সপি ও ভিসতাতে ফায়ারফক্স চলবে না। কিন্তু সেক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি থেকে যাবে। যেকোনও সময় ভাইরাস কিংবা হ্যাকারের কবলে পড়তে পারে এসব কম্পিউটার।
প্রায় দশ বছরের পুরাতন অপারেটিং সিস্টেম ব্যবহার সত্যিই ঝুঁকিপূর্ণ। তাই ব্যবহারকারীর উচিত হবে নতুন অপারেটিং সিস্টেমে আপগ্রেড করা। এমনটাই পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকরা।
 
                             
  
  
                                             
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
									 
                                        
										
								 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					 
                                                
																					