তুই বর্ষা বিকেলের ঢেউ , তুমি আমার কাছের কেউ
তুই চাদরে ওড়ানো রাত , তোকে দেখতে পেয়েছি হঠাৎ
দিয়েছে, কি হওয়া , হয়েছি, উড়ো খই , রয়েছি , আমাতে আমি কই ।।
তুই ফর্সা সকালের রেশ , তুই আমার ঘুমের দেশ
তুই চাদরে ওড়ানো রাত , তোকে চিনতে পেরেছি হঠাৎ
দিয়েছে, কি হওয়া , হয়েছি উড়ো খই , রয়েছি আমাতে আমি কই ।।
এসে গেছে দিন , কতনা রঙিন, নামে তোর , এ শহর , দেব লিখে সব আমার
তুই এলি তাই , মন হল ঠিক , কাছে তোর, ঘুম ঘোর, নেব চেয়ে যা চওয়ার
চেনা তোর, ইশারায়, ফেলেছে, কি জ্বালায়, এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে, কি হওয়া , হয়েছি উড়ো খই , রয়েছি আমাতে আমি কই ।।
এনে দেব চাঁদ, ভাবনা অবাধ এলে তুই, আমি ছুই , এক লাফে তারাদের
এনে দেব ক্ষণ , ছাপিয়ে আপন , জন্যে তোর, হবে ভোর, মায়া মিঠে রাতের
চেনা তোর, ইশারায়, ফেলেছে, কি জ্বালায়, এসেছে এ কি ঝড় অবেলায়
দিয়েছে, কি হওয়া , হয়েছি উড়ো খই , রয়েছি আমাতে আমি কই ।।
গায়ক/গায়িকা: শান,পলক
লেখক/লিরিসিস্ট: প্রসেন
মিউজিক: জিৎ গাঙ্গুলি