লিরিক্স: আমি যারে চাই রে; অভিমানী, উচ্চারণ (আজম খান)

লিরিক্স: আমি যারে চাই রে; অভিমানী, উচ্চারণ (আজম খান)

আমি যারে চাইরে

সে থাকে মোর-ই-অন্তরে

আমি যারে চাইরে

 

সে থাকে মোর-ই-অন্তরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি যারে চাইরে

সে থাকে মোর-ই-অন্তরে

 

এই আছে এই নাই

অন্তরে নিয়েছে ঠাঁই

বিরাজ করে সে এ ভুবনে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি যারে চাইরে

সে থাকে মোর-ই-অন্তরে

 

ভক্তিতে মুক্তি

জানি এ সত্যি

বাসনা পুর্ণ হবে সাধনে

 

ভক্তিতে মুক্তি

জানি এ সত্যি

বাসনা পুর্ণ হবে সাধনে

 

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি তারে পেয়েও হারাইরে

আমি যারে চাইরে

সে থাকে মোর-ই-অন্তরে

আমি তারে পেয়েও হারাইরে