ফের বাড়ছে শীতের প্রকোপ. আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ

ফের বাড়ছে শীতের প্রকোপ. আসছে ভয়াবহ শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। এছাড়া, উত্তর-পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারেও তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

 

পঞ্চগড়: আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সকালে পঞ্চগড়ে ৬ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। ঠান্ডার সঙ্গে যোগ হয়েছে ঘন কুয়াশা। দুর্ঘটনা এড়াতে শহরের প্রধান সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

 

কুড়িগ্রাম: কুড়িগ্রামে তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন-কুয়াশায় ঢাকা পড়েছে জেলার বিভিন্ন এলাকা। মৃদু শৈত্যপ্রবাহ বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।