বিনামূল্যে বাড়ি ভাড়া দিতে পারি, পরিবর্তে এক সপ্তাহ সেক্স করতে হবে, এমন প্রস্তাব দিয়ে ফ্যাসাদে বাড়ির মালিক। ঘটনাটি ব্রিটেনের কার্ডিফের। মাত্র ৬৫০ পাউন্ডে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি। তবে ‘বিকল্প পেমেন্ট’ করলে বাড়ি ভাড়া কমে যেতে পারে। কিন্তু কী সেই ‘বিকল্প পেমেন্ট’?
‘বিকল্প পেমেন্ট’-এর উত্তর খুঁজতে তদন্তে নেমে পড়েন আইটিভি ওয়েলসের সাংবাদিক সিয়ান থমাস। ওই বাড়িওয়ালার কাছে মহিলা সেজে উপস্থিত হন সাংবাদিক।
সে সময়েই বিভিন্ন কথার মধ্যে এক সপ্তাহ সেক্স করার অফার দেয় ওই বাড়িওয়ালা। পরিবর্তে বিনামূল্য থাকতে দেওয়ার আশ্বাস দেয় সে। পুরো কথপোকথন ক্যামেরাবন্দি করেন থমাস। পরে সেটি সম্প্রচার করা হয়। তবে, বাড়ি ভাড়া পেতে আকছার এমন অফার পেয়ে থাকেন ব্রিটেনের মহিলারা। এমনকী ‘সেক্স ফর রেন্ট’ এই শব্দটা তাঁদের কাছে এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি, ইউগভ নামে এক সংস্থা সমীক্ষা করে জানিয়েছে, গত বছর ব্রিটেনে প্রায় ১.৯০ লক্ষ মহিলারা ‘সেক্স ফর রেন্ট’-এর শিকার হয়েছেন। এমনকী গত পাঁচ বছর সেই সংখ্যাটা আড়াই লক্ষের বেশি।