না ফেরার দেশে ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ

না ফেরার দেশে ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ

অধুনালুপ্ত খুলনা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ সোমবার ভোর ৬টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।

খুলনা সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহের গাজী শহীদুল্লাহের ইন্তেকালের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, গাজী শহীদুল্লাহর জানাজা বাদ জোহর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে। বাদ আসর গিলেতলায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গাজী শহীদুল্লাহ ১৯৭৩ সালে খুলনা পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই সময় তিনি খুলনার শহীদ হাদিস পার্কে শহীদ মিনার নির্মাণ করেন। গাজী শহীদুল্লাহ চিরকুমার ছিলেন।