জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রা’দ আল হুসেইন বলেছেন, রোহিঙ্গা সঙ্কটে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। রোহিঙ্গাদের ওপর মিয়ানমার যে নিপীড়ন চালিয়েছে তা আঞ্চলিক দ্বন্দ্ব-সংঘাত আরো বাড়াবে বলেও মন্তব্য করেন তিনি।
জেইদ রা’দ বলেন, প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিম নিজেদের বাড়ি-ঘর থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে গণহত্যা এবং জাতিগত নিধনের কারণে।
তিনি আরো বলেন, ভয়াবহ সঙ্কটের মুখে পড়েছে মিয়ানমার। তাদের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। বর্তমানের মানবাধিকার লঙ্ঘন ভবিষ্যতের সংঘাতে পরিণত হতে পারে বলেও মন্তব্য করেনি তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার জেরে রাখাইন রাজ্যের রোহিঙ্গা নিধন শুরু করে দেশটির সেনা ও উগ্র বৌদ্ধরা।
জীবন বাঁচাতে বাধ্য হয়ে ছয় লাখ ৯০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।