হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সিভিল অ্যাভিয়েশন ভবনের পাশে কাস্টমস হাউজের ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে একজন মারা গেছেন। এ সময় বেশ কয়েকজন আটকা পড়ে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম বলেন, এ পর্যন্ত একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিচে চাপা পড়েছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আতাউর রহমান বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
এদিকে, আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।