দেশজুড়ে রাজনৈতিক উত্তাপ আর জনমনে উদ্বেগের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দিচ্ছে আদালত।
২টা ১৬ মিনিট
[রায় পড়ছে আদালত]
* সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর বেলা সোয়া ২টায় জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা শুরু করেছে ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। ৬৩২ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত সার তিনি আদালতে পড়ে শোনাবেন।
২টা ১০ মিনিট
[খালেদা বসেছেন চেয়ারে]
* আমাদের আদালত প্রতিবেদক প্রকাশ বিশ্বাস জানান, বেলা ১টা ৫০ মিনিটে আদালতে বিচারকের ডায়াসের খুব কাছের একটি চেয়ারে বসেন ঘিয়ে রঙের শিফন শাড়ি পরা খালেদা জিয়া।
* আইনজীবী, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে আদলত কক্ষ জনাকীর্ণ। এ মামলার শুনানির দিনগুলোতে আসামিপক্ষের আইনজীবী বেশি থাকতেন। রায়ের দিন প্রসিকিউশনের পক্ষেও উল্লেখযোগ্য সংখ্যক আইনজীবী আদালতে এসেছেন।
* বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী আদালতে রয়েছেন।