দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হওয়ার পর তাকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হয়েছে। র্যাব-পুলিশের বিশেষ নিরাপত্তায় ঢাকা মেট্রো-গ ১১-৭০৪৪ নম্বরের একটি নিসান ব্র্যান্ডের গাড়িতে তাকে সেখানে নেওয়া হয়। ওই গাড়িটি পুলিশের একজন নারী ডিসির। কারা আনুষ্ঠানিকতা শেষে তাকে কারাগারের প্রশাসনিক ভবনের নিচতলার একটি কক্ষে রাখা হয়। যেটি এক সময় ওই কারাগারের সিনিয়র জেল সুপারের কার্যালয় হিসেবে ব্যবহূত হতো। খালেদা জিয়া আপাতত সেখানেই থাকবেন এবং একজন ভিআইপি বন্দি হিসেবে জেল কোড অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। কারা-সংশ্নিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।