কারাগারে ভেঙ্গে পড়েছেন বেগম খালেদা জিয়া। তার কারাজীবন দীর্ঘ হচ্ছে এটা বুঝতে পারেন সোমবার। ওই দিনই কারা কর্তৃপক্ষ একে একে তাঁকে চার মামলায় গ্রেপ্তার দেখায়। বেগম জিয়া বুঝতে পারেন, সহসাই তাঁর মুক্তি পাবার কোনো সম্ভাবনা নেই। এসময়ই প্রথম কেঁদে ফেলেন তিনি।
কারা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন, তোমরা আমাকে কতদিন রাখবে? উত্তরে কারা কর্মকর্তা তাকে বলেন ‘এটা তো আমরা জানি না। এটা জানে আদালত।’
এরপর বেগম জিয়া নিজেই বিড় বিড় করে বলেন, ‘ওরা আমাকে মিথ্যা বলেছে। ওরা বলেছিল, দুই-তিনদিনের বেশি আমাকে জেলে থাকতে হবে না। এভাবে বেশি দিন থাকলে আমি বাঁচব না।’ দুই নারী কারারক্ষী তাঁকে সান্তনা দেন।
‘এভাবে বেশি দিন থাকলে আমি বাঁচব না’, বললেন খালেদা জিয়া
সোমবার সারাদিন বেগম জিয়া নিকট আত্মীয় এবং আইনজীবীদের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু সোমবার কেউ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেনি। এজন্যও মন খারাপ করেছিলেন তিনি। পঞ্চম দিনের মতো জেলে খাবার গ্রহণ না করে ষ্ট্রবেরী, নাশপাতি, আঙ্গুর এবং অন্যান্য ফলমুল এবং জুস খেয়েই কাটান বিএনপি চেয়ারপারসন। এছাড়াও তিনি খেয়েছেন কেক, বিস্কুট, কোয়েকার এর মতো শুকনো খাবার।