চাকরি সুখবর: বাংলায় দেওয়া যাবে রেলওয়ের পরীক্ষা

চাকরি সুখবর: বাংলায় দেওয়া যাবে রেলওয়ের পরীক্ষা

সুখবর বাঙালি চাকরি প্রার্থীদের জন্য। এবার বাংলাতেও দেওয়া যাবে রেলের পরীক্ষা। সামনেই রয়েছে রেলের লোকো পাইলট পদের জন্য পরীক্ষা।

ইতিমধ্যেই যার জন্য ঝাঁপিয়ে পড়েছেন পরীক্ষার্থীরা। এই পরীক্ষা থেকেই বাংলায় প্রশ্নপত্র পাবেন বাঙালি পরীক্ষার্থীরা বলে রেল সূত্রে জানা গিয়েছে।

রেল জানিয়েছে, স্থানীয় ভাষায় পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন। এই তালিকায় বাংলা ও মালায়লম রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, লোকো পাইলট ও সহকারি লোকো পাইলটের পোস্টে নিয়োগ করা হবে। নিয়োগের বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ত্রিশ বছর করা হয়েছে।

এরা আগে এটি ২৮ ছিল। সেটিই ২ বছর বাড়িয়ে ত্রিশ করা হয়েছে। ওবিসি তালিকাভুক্তদের জন্য এই বয়সসীমা ৩৪ থেকে ৩৬ ও শিডিউল কাস্ট ও শিডিউল ট্রাইব তালিকা ভুক্তদের জন্য এই সীমা ৩৬ থেকে ৩৮ করা হয়েছে।

 

এসবের পাশাপাশি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তে জানানো হয়েছে, তামিল, কন্নড়, মলয়লম, ওড়িয়া, তেলুগু, বাংলায় পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পাবেন।