তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, যাত্রী দুর্ভোগ চরমে

তীব্র যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, যাত্রী দুর্ভোগ চরমে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মধ্যরাত থেকে তীব্র যানজট শুরু হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে করটিয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার এলাকা পর্যন্ত যানজট বিস্তৃত হয়েছে। এর ফলে অসহনীয় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। বিড়ম্বনায় পড়েছে সবজি ও কাঁচামালসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহনও।

মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ চলছে। এছাড়া গতকাল রাত থেকে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও চালকরা নিয়ম না মানায় এই যানজটের সৃষ্টি হয়। এর ফলে চন্দ্রা থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট বিস্তৃত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকেও যানজট ছিল।

 

সকাল পৌনে নয়টায় মহাসড়কের মির্জাপুর বাইপাস এলকায় শত শত যানবাহন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এই যানজটে আটকা পড়ে নারী ও শিশুসহ হাজার যাত্রী চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এই প্রসঙ্গে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, যানজট নিরসনে পুলিশ চেষ্টা চালাচ্ছে।