কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় কার ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে। আজ ভোরে চকরিয়ার হারবাং মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন যমুনা টেলিভিশনের চট্টগ্রামের স্টার্ফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপার্সন নাসির উল আলম ও গাড়ির চালক মিন্টু দাশ। আহতদের মধ্যে ক্যামরাপার্সন নাসির উল আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
হারবাং পুলিশ ফাড়ির আইসি আবুল কালাম আজাদ জানান, ভোর ৬টার দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখি যমুনা টেলিভিশনের গাড়ির সাথে বিপরীতমুখি তেলের ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে যমুনা টেলিভিশনের ৩ সংবাদকর্মী গুরুতর আহত হয়। জব্দ করা হয়েছে ঘাতক গাড়িটি।
যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টার্ফ রিপোর্টার ইমরুল কায়েস জানান, রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম থেকে হোসেন জিয়াদের নেতৃত্বে একটি টিম কক্সবাজারের কুতুপালংএ আসছিলো। আসার পথে এই দুর্ঘটনা ঘটে।