নতুন দুই দিনের কর্মসূচি দিল বিএনপি

নতুন দুই দিনের কর্মসূচি দিল বিএনপি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আবারো দুই দিনের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। নতুন এ কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে মানববন্ধন এবং বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি।

 

আজ রবিবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এম এ মালেক, আমিরুল ইসলাম খান আলীম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ প্রমুখ।

 

এর আগেও খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর এর আগে চার দফায় বিক্ষোভ, প্রতিবাদ, মানববন্ধন, গণঅবস্থান, প্রতীকী অনশন, গণস্বাক্ষর, কালো পতাকা প্রদর্শন, জেলা প্রাশসককে স্মারকলিপি প্রদান, লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বিএনপি।