খালেদা জিয়ার মুক্তি দাবি আমেরিকায়

খালেদা জিয়ার মুক্তি দাবি আমেরিকায়

নিউইয়র্কে বসবাসরত বগুড়াবাসীর পক্ষ থেকে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি উঠেছে। রবিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পার্টি হলে সর্বস্তরের বগুড়াবাসীর এ সভায় বিশিষ্টজনেরাও সোচ্চার ছিলেন।

সভার প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির যুগ্ম সম্পাদক ও ডেমক্রেটিক পার্টির নেতা আকতার হোসেন বাদল। তিনি বলেন, বিএনপিকে এবারও নির্বাচন থেকে দূরে রাখার অভিপ্রায়ে বেগম জিয়াকে জেলে নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও বগুড়া জেলার নেতা রাফেল তালুকদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জাতীয়তাবাদী ফোরামের সেক্রেটারি গোলাম এম হায়দার মুকুট, সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম ডালিম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতিউল আলম এবং সেক্রেটারি আবুল কাশেম, কম্যুনিটি লিডার কাজী আজিজুল হক মুন্না।

বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলমত নির্বিশেষে সকল প্রবাসীকে এক কাতারে সামিল করার লক্ষ্যে একটি প্রচারপত্র বিতরণ করা হয়। এছাড়া গণস্বাক্ষর অভিযানের কথাও জানানো হয়।