দেশে আনতে আরও সময় লাগবে মরদেহ

 দেশে আনতে আরও সময় লাগবে  মরদেহ

 

পরিচয় সুনিশ্চিত হয়েই নেপাল মৃতদেহ হস্ত্মান্ত্মর করতে চায় মরদেহের পরিচয় জানতে চারটি দল কাজ করছে এর মধ্যে দুটি দল ময়নাতদন্ত্ম করছে একটি দল মরদেহের নানা স্যাম্পল নিয়ে সেখান থেকে পরিচয় জানার চেষ্টা করছে

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্ত্ম হয়ে হতাহতের ঘটনায় আজ সারাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরম্নরি সভায় এই সিদ্ধান্ত্ম হয় বলে তার মুখ্য সচিব নজিবুর রহমান জানান

 

 তিনি বলেন, বৃহস্পতিবার সারাদেশে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে সারা দেশে সব সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে

এছাড়া শুক্রবার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান উপাসনালয়ে দোয়া প্রার্থনার কর্মসূচিও বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে

সোমবার নেপালের কাঠমান্ডুতে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ বিধ্বস্ত্ম হয়ে ৭১ আরোহীর মধ্যে ৪৯ জনের মৃতু্য হয় তাদের মধ্যে চারজন ক্রুসহ ২৬ জন ছিলেন বাংলাদেশি

এই দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে একদিন আগেই মঙ্গলবার দেশে ফিরে আসেন এরপর সংশিস্নষ্টদের নিয়ে বুধবার সকালে তিনি নিজের কার্যালয়ে জরম্নরি বৈঠকে বসেন

দুর্ঘটনার পরবর্তী করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর রাজনীতি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, তিন বাহিনীর প্রধান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশিস্নষ্ট মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

হবৈঠক শেষে মুখ্য সচিব বলেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি আহতদের দ্রম্নত সুস্থ করে তোলার ওপর গুরম্নত্ব দিচ্ছেন

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, দুর্ঘটনায় মৃত বাংলাদেশিদের দেশে আনা এবং আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে

লক্ষ্যে বার্ন ইউনিটের দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে একটি চিকিৎসক দল কাঠমান্ডুতে পাঠানোর জন্য প্রস্ত্মুত করা হয়েছে এবং মৃতদের ডিএনএর নমুনা সংগ্রহের জন্য পুলিশের একটি দলকেও নেপাল পাঠানো হচ্ছে বলে জানান মুখ্য সচিব

তিনি বলেন, তারা (আহতরা) যদি রাজি হন তাহলে তাদের আমাদের বার্ন ইউনিটে এনেও চিকিৎসা দেয়া হবে কারণ আমাদের বার্ন ইউনিটে খুবই উন্নত চিকিৎসা হয়

ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষ থেকে 'গুরম্নতর আহত' দুজনকে উন্নত চিকিৎসার জন্য তৃতীয় কোনো দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান নজিবুর রহমান

সংশিস্নষ্ট মন্ত্রণালয় বিভাগকে অ্যাভিয়েশন নিরাপত্তা আইন যথাযথভাবে অনুসরণ করার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি

 

মরদেহ শনাক্ত করা কঠিন

বিবিসি বাংলা জানায়, নেপালে বিমান দুর্ঘটনায় নিহত বাংলাদেশি নাগরিকদের মরদেহ দ্রম্নত দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে

সোমবারের ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত্ম অন্ত্মত ২৬ বাংলাদেশি মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে এই সব মরদেহ কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় শিক্ষা হাসপাতালের ফরেনসিক ল্যাবে রয়েছে

কাঠমান্ডু থেকে বিবিসি বাংলার আবুল কালাম আযাদ হাসপাতালের ফরেনসিক বিভাগের ডাক্তার প্রমোদ শ্রেষ্ঠকে উদ্ধৃত করে জানিয়েছেন, পরিচয় সুনিশ্চিত হয়েই তারা মৃতদেহ হস্ত্মান্ত্মর করতে চান মরদেহ পরিচয় জানতে চারটি দল কাজ করছে এর মধ্যে দুটি দল ময়না তদন্ত্ম করছে একটি দল মরদেহের নানা স্যাম্পল নিয়ে সেখান থেকে পরিচয় জানার চেষ্টা করছে আর অন্যটি পরিবারের স্বজনদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে

এই চারটি দল সম্মিলিতভাবে একটি মরদেহের পরিচয় নিশ্চিত করার কাজটি সম্পন্ন করবে এই প্রক্রিয়ার মধ্যেই প্রতিটি মরদেহের ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হচ্ছে বলেও জানানো হচ্ছে

মঙ্গলবার ১১টি মরদেহের পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে কিন্তু এই এগারোজন কারা সেটি নিশ্চিত করা যায়নি ৪৯টি লাশের ময়নাতদন্ত্ম চলবে আরও কয়েকদিন কর্তৃপক্ষ বলছে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত্ম কাউকে স্বজনের কাছে হস্ত্মান্ত্মর কিংবা নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব নয়

হশ্রেষ্ঠ আরও জানান, প্রক্রিয়ার পরেও যদি পরিচয় নিশ্চিত না হয় তাহলে শেষ কাজটি হবে ডিএনএ পরীক্ষা করা

এখন মৃতদেহের পরিচয় নিশ্চিত করতে কতদিন সময় লাগবে সেটি কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারছে না, তবে অন্ত্মত তিন চার দিন লাগবে ময়নাতদন্ত্মের জন্যই প্রাথমিক তদন্ত্মে পরিচয় নিশ্চিত হতেই এক সপ্তাহ লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে

এদিকে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস থেকেও জানানো হয়েছে আইনি জটিলতার কারণে নেপাল থেকে মরদেহ নিতে কিছুটা সময় লাগবে কোনো মৃতদেহ ডিএনএ পর্যন্ত্ম গড়ালে সেটি আরও সময়সাপেক্ষ হবে বলেও জানিয়েছে কাঠমান্ডুর হাসপাতাল কর্তৃপক্ষ জানা যাচ্ছে কিছু মৃতদেহ এমনভাবে পুড়ে গেছে তাতে কারো কারো ক্ষেত্রে পরিচয় নিশ্চিত করাটা জটিল এবং সময়সাপেক্ষ হতে পারে

 

পাইলটের অবসাদগ্রস্ত্ম হওয়ার

হসুযোগ নেই : ইউএস বাংলা

নেপালের কাঠমান্ডুতে বিধ্বস্ত্ম হওয়া উড়োজাহাজের পাইলট আবিদ সুলতান 'অবসাদগ্রস্ত্ম' ছিলেন না বলে দাবি করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স

বুধবার সাংবাদিকদের সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরম্নল হাসান বলেন, আইসিএওর (আন্ত্মর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা) নিয়ম অনুযায়ী একজন পাইলটের কর্মঘণ্টা ১৪, এর মধ্যে তিনি ১১ ঘণ্টা ফ্লাইট পরিচালনা করতে পারেন

এর মধ্যে আমাদের অভ্যন্ত্মরীণ ফ্লাইটে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট প্রতিবার ফ্লাইয়ের পর ৩০ মিনিট গ্রাউন্ড টাইম এখানে অবসাদগ্রস্ত্ম হওয়ার কোনো সুযোগ নাই

অভ্যন্ত্মরীণ রম্নটে একাধিক ফ্লাইট পরিচালনার পরে ইউএস বাংলার বিএস-২১১ ফ্লাইটের প্রধান বৈমানিক আবিদ সুলতান অবসাদগ্রস্ত্ম হয়ে থাকতে পারেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনার প্রেক্ষিতে তিনি একথা বলেন

ইউএস-বাংলার এই ফ্লাইটের প্রধান বৈমানিক আবিদ কাঠমান্ডুতে ফ্লাইট নিয়ে রওনা হওয়ার আগে অভ্যন্ত্মরীণ রম্নটে দুটি ফ্লাইট চালিয়েছেন অর্থাৎ তিনি উড়োজাহাজ নিয়ে চারবার উড্ডয়ন এবং চার বার অবতরণ করেছিলেন

সেদিন সকাল সাড়ে ৭টায় আবিদ বিমান নিয়ে উড্ডয়ন শুরম্নর পর সাত ঘণ্টার মধ্যে পঞ্চমবার উড্ডয়ন করে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে

কামরম্নল বলেন, নেপাল, বাংলাদেশ আন্ত্মর্জাতিক গণমাধ্যমে নানা বক্তব্য আসছে আমরা এটাকে একটা দুর্যোগ হিসেবে দেখছি আমরা নিশ্চিত না হয়ে কোনো কথা বলছি না এমন সময় আমরা দেখছি গণমাধ্যমে মনগড়া বিভ্রান্ত্মিকর কথাবার্তা আসছে