ভবন থেকে পড়ে শ্রমিক নিহত মিরপুরে

ভবন থেকে পড়ে শ্রমিক নিহত মিরপুরে

 রাজধানীর মিরপুরে নির্মানাধীন একটি ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন- মামুন (১৯) ও সাদেক (২৫)।

 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

 

নিহত সুমন ও আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামে। ঢাকাতে তারা মিরপুর-১৩ এর নতুন বাজার নামক এলাকায় ভাড়া থাকেন।

ঢামেকের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বলেন, আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপরজন ভর্তি রয়েছেন। নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।