রাজধানীর মিরপুরে নির্মানাধীন একটি ভবন থেকে পড়ে সুমন (১৮) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তারা হলেন- মামুন (১৯) ও সাদেক (২৫)।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুমন ও আহতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুর গ্রামে। ঢাকাতে তারা মিরপুর-১৩ এর নতুন বাজার নামক এলাকায় ভাড়া থাকেন।
ঢামেকের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বলেন, আহত একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপরজন ভর্তি রয়েছেন। নিহত সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।