সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে পীরেরবাগ এলাকায় আলিম উদ্দিন স্কুলের পাশে একটি তিনতলা বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। এসময় পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। এতে জালাল নামের এক পুলিশসহ আরো এক জন আহত হয়েছে। আহত দুই পুলিশ সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর গণমাধ্যমকে এই হামলার ঘটনাটি নিশ্চিত করেছে।
(ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ জানিয়েছেন, ওই বাসায় ডিবির একটি দল অপারেশনে গিয়েছিল। এ সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশ সদস্যদের মধ্যে থেকে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে পুলিশও তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়ে।
এদিকে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সেখানে সোয়াট সদস্যদের অবস্থান নেয়ার মাধ্যমে জনগণের কড়া নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারি সন্ত্রাসীরা যাতে করে পালাতে না পারে সেজন্য বাড়িটিকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে।