নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহত মানিকগঞ্জের তাহিয়া তানভিন শশীর মরদেহ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় পৌর এলাকার লঞ্চঘাট এলাকায় নিজ বাড়িতে আনা হয়।
এ সময় শশীকে এক নজর দেখতে বাড়িতে শতশত মানুষ ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন মা-বাবাসহ স্বজনেরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে জোহরের নামাজ শেষে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে শশীর জানাজা হবে।
এরপর পৌর এলাকার সেওতা কবরস্থানে তার দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে শশীর স্বামী ডা. রেজায়ানুল হক শাওন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত বলে তার পরিবার জানিয়েছে।