রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে গারো সম্প্রদায়ের মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ৪ জনকে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
গুলশানের কালাচাঁদপুরে ছয়তলা বাড়ির চতুর্থ তলায়, তিন মেয়ে, স্বামী ও বৃদ্ধা মাকে নিয়ে থাকতেন, গারো সম্প্রদায়ের সুজাত চিরিং। মঙ্গলবার সুজাত চিরিং ও তার মা বাসেত চিরিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা যায়, মঙ্গলবার বিকেলে সুজাতের বোনের ছেলেসহ চারজন বাসায় এসেছিলেন। তাঁরা বেরিয়ে যাওয়ার পরই ঘটে হত্যাকাণ্ডের ঘটনা। সন্ধ্যায় মরদেহ দেখে পুলিশে খবর দেন বাড়ির মালিক।
স্থানীয়রা বলছেন, সুজাতদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে। প্রায় পাঁচ বছর ধরে থাকতেন গুলশানের কালাচাঁদপুরে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরোধ ও কুপিয়ে দুই নারীকে হত্যা করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
এ ঘটনায় সুজাতার মেয়ে, মেয়ের স্বামী ও তার দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট।