বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরনগরীতে পৌঁছে বিএনএ ঈসা খান প্যারেড গ্রাউন্ডে বিএন ডকইয়ার্ডকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান এবং বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তাঁর।
সফরে তিনি ১৪টি প্রকল্পের উদ্ধোধন করবেন। এছাড়াও আরো ২৮টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে বিকেল সাড়ে তিনটায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
গত ৩০শে জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরুর পর থেকে বরিশাল, রাজশাহী ও খুলনা সফর শেষে এবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী।