ইর্ন্টান চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে আবারও অচল হয়ে পড়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতাল।
এ নিয়ে গেলো দুই বছরে অন্তত ১৭ বার কর্মবিরতিতে গেছেন তারা। অধিকাংশ রোগীর স্বজনের অভিযোগ, হাসপাতালে বেশির ভাগ সময় চিকিৎসকদের পাওয়া যায় না। আর চিকিৎসা ক্ষেত্রে দেখা যায় চরম অবহেলা। অন্যদিকে, ইন্টার্ন চিকিৎসকরা বলছেন, কোনো কারণ ছাড়াই চড়াও হন রোগীর স্বজনেরা।
গেলো বৃহস্পতিবার, এক প্রসূতির মৃত্যুর পর চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ভাঙচুর ও ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন রোগীর স্বজনেরা। এ সময় এক ইন্টার্ন চিকিৎসক আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
চিকিৎসকদের দাবী, রোগী একলেমশিয়ায় ভুগছিলেন। এই ধরনের রোগীকে অনেক সময়ই শেষ মুহূর্তে বাঁচানো সম্ভব হয়না।
ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা।