যশোরের শার্শা সীমান্তে ৩২ পিস স্বর্ণেরবারসহ মিঠু দফাদার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক মিঠু দফাদার পশ্চিমবঙ্গের বাগদা থানার মোস্তফাপুরের মৃত হযরত দফাদারের ছেলে।
শিকারপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আতিকুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ২৮/৬ নং পিলারের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখি। এসময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার শরীর তল্লাশী করলে কোমরে গামছায় মোড়ানো অবস্থায় ৩২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩’কেজি ৪’শ গ্রাম।
৪৯’বিজিবির সুবেদার শফি ইসলাম ৩২পিস স্বর্ণের বারসহ মিঠু দফাদারকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।